শীতল বালু ঘুমিয়ে আছে
হাঁটতে দারুন লাগে!
ধীরে ধীরে সূর্যের তাপে
ঘুম থেকে সে জাগে।

নিভু চুলায় গুপ্ত শিখা
জ্বালায় অন্তর ভেলা,
ঘুমন্ত আজ লাভাগিরি
জ্বলছে অগ্নি খেলা।


উল্কা থেকে ফুলকি পিন্ড
শান্ত মোদের স্বভাব,
পারমাণবিক বিস্ফোরণে
দিতে পারি জবাব।

কামান বারুদ হতে পারি
দুর্বল ওরা বুঝে!
জেলের কড়া ভাঙবো সবে
আনবো মুক্ত খুঁজে।