ব্রাশ ধরেছে দুটি হাতে
রঙিন তুলের ছোঁয়া,
স্বৈরাচারী পতন করে
অন্তর ময়লা ধোঁয়া।

স্বাধীন বাংলার রঙিন হবে
খোকা খুকুর কাজে,
রাঙা হলো শহরতলী
হাজার রঙের সাজে।

আনন্দেরই রংধনুতে
সাত রঙেরই আকাশ,
পেল তারা নতুন স্বপ্ন
স্নিগ্ধ ভোরের বাতাস।

নবীন প্রবিন ছাত্র-ছাত্রী
মেতেছে আজ সবে,
হাল ধরেছে সকল মানুষ
মিলেমিশে রবে।