লাল সবুজের চিত্রা ভূমি
রক্ত ভেজা মাটি,
সবুজ যেন রঙিন লালে
শত্রুর ছিল ঘাঁটি।
লাগাম ছাড়া পণ্যের দুয়ার
ক্রেতা অন্ধ বোকা,
সুযোগ পেয়ে হায়না গুলো
দিচ্ছে এখন ধোঁকা।
হত্যা গুজব ঘরে বাহির
নিশ্চুপ কাঁদে মনে,
অসাধু ওই পন্থাধারী
শুদ্ধ করি ক্ষণে।
মাখলুকাতের সেরা মানব
দূষিত যে বায়ু!
সেলাই যখন বুদ্ধি বিবেক
ক্ষনিকেরই আয়ু।