রক্ত ফোটা শুকিয়ে গেছে
গন্ধ গেছে সরে,
লাশটি এখন মিলিয়ে গেল
মাটির গহ তরে।

স্বজন তাদের খুঁজে বেড়ায়
কষ্টের নদী চলে,
দেশের জন্য জীবন দিল
সত্যের কথা বলে।

খুঁজে খুঁজে সন্ত্রাসীদের
করতে হবে বিচার,
অসৎ মানুষ যেথায় রবে
মাথায় তুলে আছাড়।

বীজ তলাতে রোপন করে
নতুন দেশটি গড়ি,
অন্যায়কে করবো ঘৃণা
শপথ মোরা করি।

গুম হয়েছে কত মানুষ
পাইনি তাদের খবর,
জান্নাতে তার ঘরটি হবে
একটু করি সবর।