খরগোশ ছানা
আব্দুস সাত্তার সুমন

খরগোশ ছানা ধরতে মানা
আদর করে কোলে নেনা
ছানা নিয়ে তানা নানা
তুল তুলে যে গতরখানা।

সাদাকালো কত রঙে
মিষ্টি চতুর স্বভাব ভঙ্গে
খুঁজে বেড়াই বাংলা বঙ্গে
দেখা মিলে জগৎ সঙ্গে।

গাছের বুকে বসত জালে
আনাগোনা বনের পালে
এক লাফেতে গাছের ডালে
ছুটছে ওরা তালে তালে।