অনবদ্য তুমি নাম ধারিণী,
নেই তুলনা তোমার।
হৃদয় হরণী গতর খানি,
শুচি যোষিতা বাংলার ॥
কালকেশ যেন নীরদ 'শ্যামল,
মুখ ভরা তোমার হাসি,,
লোচনে আকাঁ মিষ্ট জল
শুধু তোমায় ভালোবাসি ।।
মধুপ ঘুরিছে চারিধারে,
পেয়েছে কী মউ,?
আমি কামদেব তুমি দেবী,
নবযৌবনা আছে ঠেউ।।
কাল আঁখি কাজলে ভরা,
যেনো 'মায়াবিনী পরী,
আজ আমি হবো ভ্রমরা,
করি রুপে স্নান আহামরি।।
তুমি সদ্য ফোটা গোলাপ
আছে রূপের ঝকমারী,
আমি ও ভ্রমরা মোর আছে সতেজতা,
তাইতো তোমার পিছু পিছু ঘুরি ।।