আমি তোমায় শোনাবো কবিতা গান
তোমার রূপে করিবো আমি স্নান ।

দেখবো তোমায় আমি নয়ন ভরে,
যতন করে রাখবো গোপন ঘরে।

  দু'হাত ধরে বলবো সুখের কথা,
মিটবে মনের যতই থাকুক ব্যথা ।

রাতের আকাশ তোমায় আমায় নিয়ে,
তারার দেশে বলবে দিবে বিয়ে।

জোনাক পোকা দিবে রাতে আলো,
সেই আলোতে দুর হবে সব কালো।

নদীর স্রোতে বাইবো আমি নাও
পাশে বসে ভিজাবে তুমি পাও ।

দু'পায়ে তোমার পড়িয়ে দিবো আলতা,
আদর করে খাইয়ে দিবো চালতা।

দু'হাতে তোমার রাঙিয়ে দিবো মেহেদি,
অভিমানে তুমি একটু হবে জেদি।

মাঝরাতে বসে তুমি আমি মিলে,
নদীর পাড়ে খাইবো খোলা বাতাস।
হাঁটবো দু'জন চাঁদের দেশ পানে,
পথ দেখাবে রাতের কালো আকাশ।।

আসবে যখন বৈশাখের ঝড়,
আমগাছে যত আছে কুড়ি
পড়বে নিচে থাকবে থরে থরে
দু'জনেতে কুড়াবো ঝুড়ি ঝুড়ি।।

হেমন্তে মাঠে আসবে নতুন ধান,
দু'জন মিলে সাজবো মোরা কৃষান।
উঠবে ফসল ঘরে ডালি ডালি,
তোমার মুখে চিলতে হাসি এক ফালি।

কালোকেশী তোমার কালো কেশে
হাত বুলাবে সুখের পরশ এসে,

বসন্তের রঙিন ফুলের দেশে
দু'জন মিলে উড়বো কোকিল বেশে।

ফুলে ফুলে নতুন প্রজাপতি
তোমার জন্য আনবে বাঁহারি মতি,
সেই মতিতে বানাবো তোমার মালা
পড়িয়ে দিবো হাতে দু'টি বালা ।

ইচ্ছেগুলো ইচ্ছে হয়ে রয়,
শেষ বেলাতে মুখের শুধু ক্ষয়।।
তুমি তো আর আসোনা তুমি হয়ে,
হৃদয় আমার যায় যে ব্যথা সয়ে।।

আসবে কবে বলো আমার তুমি,
তোমায় নিয়ে ঘুরবো ভূমি ভূমি।।
সেই আশাতেই আছি আমি বসে,
আসবে তুমি ধরবে আমার হাত
শেষ বেলাতে করবো বাঁজিমাত।।