সন্ধ্যা নামে,
১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার

এখানে সন্ধ্যা নামে,
পশ্চিম আকাশে সূর্য ডোবা,
কালো মেঘের কোল ঘেষে।।

এখানে সন্ধ্যা নামে,
নিড়ে ফেরা বকের উড়ে চলা,
পথ হারা কোনো এক পানকৌড়ি,
দিকবেদিক ডানা ঝাপটানো চাহনি।।

কার্তিকের শিশিরে ভেজা ঘাস,
এখানে সন্ধা নামে,
দখিনা বাতাসে আসে,
শিউলি ফুলের গন্ধ,
কখনো উষ্ণ বাতাস,
মেঠো পথ ধরে রাখালের বাড়ি ফেরা।

সন্ধ্যা নামে,
নীড়ে ফেরা হয় সবারই,,
শুধু ফেরা হয় না,,
বাড়ি ছেড়ে আসা,
একগুচ্ছ নবীনদের।।

তাদের সন্ধ্যা নামে,
বইয়ের টেবিলে মুখ গুঁজে,,
কারও বা মাগরিবের সালাতে।।

কেহ্ নতুন সাথীর হাত ধরে,
খোলা দুচোখের চাহনীতে সন্ধ্যা নামায়।।

আমার সন্ধ্যা নামে,
একরাশ হতাশায়,
নতুন আশায় বুক বেঁধে,
কখনো বা একফোঁটা জলরাশি,,
শিশিরের মতো চোখের পাতায়।।

দুর আকাশে পূর্ব দিকে,
গাঢ় কালো অমানিশার আগমনে,
আলো ফুরিয়ে আসে,
সন্ধ্যার শেষ বেলায়।।