আর শোনাবো না তোমায়,
বাইরে বৃষ্টি পড়ে,
ভিতরে ঝড়ো হাওয়া,,
গভীর রজনী,,
তোমার অন্তরে রাগ,,
আমি দুর পথে হাওয়া।।
আর বলবো না তোমায়,
শীতের বৃষ্টিতে কি?
কখনো কদম্বফুল ফুটে?
বাহিরে শিউলি গাছে,
মাঝরাতে বাবুইপাখি ডাকে।।
আর হয়তো কখনো বলবো না,
ঐ যে তিস্তা নদী,
কতশত রকমের মাছ,
বোয়াল,আঁইড়,বৈরালি,
হয়তো তোমার অপছন্দ,
তবুও হাতে মোর তিস্তার বালি।।
তোমারে শুনাবো না আর,
ঐ যে দুরে পাহাড়,
চলো যাই দু'জনে,
উড়ে উড়ে গগনে।।
হয় তো তোমার বিরক্ত লাগে,
পাখি,গাছ,নদী,
অথবা অপছন্দ হয় তো তোমার,
আমার প্রেমের ছবি।।
বলবো না হয়তো তোমাকে আর,,
খাঁচায় ফিরে আসো,,
ভাঙা খাঁচা হয়তো আমার,
পোষ তুমি মানবে না কো।।
আমার কথায় হয়তো তোমার,
হাজার বিরক্তি লাগে,
হয়তো আমি কথা বলি,
অনেক অনুরাগে।।
আসবে কবে হয়তো সে যে,
বুঝবে আমার ভাষা,
মনের মাঝে বিষম জ্বালা,
কালো অন্ধকারে ঠাসা।।