তিমির রাতের বেলা চন্দ্রিমার দীপ্তি,
হৃদয় হননকৃত রোমাঞ্চকর তৃপ্তি।
শোভারুপ স্তব্ধ প্রকৃতি চারদিকে,
ঝিঁঝিঁর ডাক উঠে থেকে থেকে ॥

আধার আলোর এক অপরূপ খেলা,
চন্দ্রিমার আলেয়ায় বসেছে তারার মেলা।
কান্ডচারীরা গিয়েছে নিদ্রা অটবীর ঝাড়ে,
নিঝুম পরিবেশ একলা রাত জাগে ।।

হেন ভাবা রাতে একলা জেগে আমি,
আর জেগে আছে রাত পোহানো পাখি।
পান করে চকোর, জ্যোসনার সেই আলো,
মানুষের হৃদয়ে এই রূপের দুয়ার খোলো ।।
যে দেখিবে এই মন মাতানো রাতে,
অটবীর ডগায় যখন সোজা চাঁদনী আসে।
দেখিবে সে একলা নিস্তব্ধ রূপের রজনী,
পুলকিত হৃদয়ে শিহরিত শরীরে মাধুর্যের খনি ।।

সবখানেতে ছড়িয়ে আছে আলতো আলো,
যামিনী, কেনো একা-একা রূপের দুয়ার খোলো?
জুটে কার ললাটে রূপসী এই দর্শন,
ক'জনেই মেলে আঁখি দেখে চাঁদনী নিশার ভূষণ ।।