আমিও একদিন কবি হব
মনের অগোছালো ভাবনাগুলি
প্রভাতের রঙিন আলোর সিঁদুরে রাঙাব।
আমিও এক দিন কবি হব
আমার হৃদয় ছিঁড়ে রঙিন হরফে
প্রেমের কবিতা রচিব।
আমিও একদিন কবি হব
দখিনা হাওয়ায় হাইপিরিয়নের মতো
আমার বাবরি দুলাব।
আমিও একদিন কবি হব
আসমান ফোড়িয়া বৃষ্টির মতন
সৃষ্টির উল্লাসে মাতিব।
আমিও একদিন কবি হব
চারিয়া বিলে সাঁতরানো পানকৌড়ির মতো
পাখনা মেলে রোদ পোহাব।
আমিও একদিন কবি হব
শঙ্খচিলের মতো বিশাল নিলীমার নীলে
আমায় হারাব।
আমিও একদিন কবি হব
অন্তিম প্রহরে অন্ধকারের গভিরে
তোমায় হেরিব।
আমিও একদিন কবি হব
চাঁদের মতন রাত্রি জেগে তোমার হৃদয়ে
কাব্যের জোছনা মাখাব।