তুমি না এলে প্রিয়-
হবে না মোর সকাল;
মিটিবে না প্রভাত আলোর
এই মনের আকাল।
ফুটিবে না ভোরের ফুল
ঝরিবে না অভিমানী বকুল;
গাহিবে না ভোরের পাখি গান
জাগিবে না মোর মুমূর্ষু প্রাণ।
তুমি না এলে প্রিয়-
বহিবে না প্রভাত সমীরন;
লাগিবে না মনে শিহরন।
বাজিবে না সুর তরুমনে;
এই নিস্তব্ধ নির্জনে।
পুষ্পেরা নাচিবে না আর
দেখাবে না পাপড়িগুলি তার;
ছড়াবে না উতলা সুবাস
করিবে না মনের উল্লাস।
তুমি শুধু তুমি এলে প্রিয়-
আঁধার ঘুচে প্রভাত হবে
নিশাচরের আঁখি খুলিবে;
নাচিয়া উঠিবে উল্লাসে মন
জাগিয়া উঠিবে মোর ভুবন।