জোছনা স্নানে মগ্ন তুমি
ওগো জোছনা বিলাসী;
জোছনার সাথে মিশেছে
আজি তব মায়াবী হাসি।

নিরবতার স্নিগ্ধ আবেশ
আছড়ে পরেছে তব গায়,
নিশি ঘোরে নিশিতে মিশে
ঢাকিছে শশী  নিশির কায়।

আজি ভাদর আঁধারিয়ার
নাহিগো এই গগনে ঠাঁই,
তারকারাজির ঝলমলেতে
ওরা আজ নিয়েছে বিদায়।

পুষ্পেরা নাচিছে আজি
ছড়িয়ে আকুল করা ঘ্রাণ,
কুহেলিকার ক্ষীণ শিহরনে
জাগিছে তব অতৃপ্ত প্রাণ।

ওরে আমি হেরি আজি
তব জেছনা মাখা বদনখানি,
এই পর্ণিমা রজনীর গায়ে
ওগো, রুপময় পল্লিরানী।