কালভার্টের  ঐ ধারে বসে
প্রত্যেহ প্রভাত হরষে
দেখা হইবে না জানি
রক্তিমা এই সূর্যের ঝলকানি।
পুষ্পেরা আকুল করা ঘ্রাণে
এমন প্রভাত সমীরনে
ভাঙাবে না অভিমান এসে
এমন নিষ্পাপ হাসি হেসে।
শুনিবে না কূজনের ডাকাডাকি
খুলিবে না অতৃপ্ত আঁখি
ভাঙিবে না একদিন নিদ্রা যেন আর
সবকিছুই থেমে যাবে-এই আমার।

এই আলোকের আলো
সেদিনও হয়তো জ্বলিবে ভালো
কিন্তু সেদিন  ঘুচিবে না আর
দীর্ঘ রজনীর ঘুটঘুটে আঁধার,
জানি নিস্তব্ধ -নিরবেরা জাগিবে
রজনী আর নাহিগো পোহাবে।
তুমিও সেদিন ডাকিবে না হায়
যদি কিনা  মোর ঘুম ভেঙে যায়
সমস্ত ভয়েরা  দিবে বাঁধা তাই
খুঁজো না কিছু যেন এই প্রেতাত্মায়।