ওরে, সে আমার মনের ভাষা
সদা বুঝে মনে হয়,
তাই তো সে আমার সাথে নয়
মনের সাথে কথা কয়।
যখন যাহাকিছু ভাবি আমি
আমার ভাবনালয়ে,
তখনি বুঝি তার বসবাস যেন
আমার ঐ আলয়ে।
ভাবিয়া ভাবিয়া যতবার যতকিছু
আমি ভাবিছি লুকিয়ে
বলে দিয়েছে সে সবকিছু যেন
আমার ভাবনা চুকিয়ে।
ওরে, সহচরী নয়গো সে আমার
আজ যেন গুরুজন,
তাই তো তার সামনে করিলাম
আজ আপনাকে সমর্পন।
ওরে, এখন আমি ভাবি শুধু
আমি আমার নয়
আমার ভাবনা জুড়ে সারা বেলা
যেন সে কথা কয়।