ওগো রুশ রমণী, নয়নের মনি
নিরব মনে আজিকার এই ক্ষণে
হয়েছো গো তুমি মোর প্রণয়িনী।
ওগো শ্বেতাঙ্গিনী, রুপের রানী
মায়াময় নয়নে, তুষার বদনে
আজি যেন তুমি শুভ্র বিলাসিনী।
ওগো সুহাসিনী, হৃদয় বাসিনী
হৃদয়াকাশে চাঁদ হয়ে হেসে
জোছনা ছড়ানো তুমি আসমানী।
ওগো খেয়ালি, হেমা কেশোয়ালী,
বসন্ত হাওয়ায়, মন উতলায়
সেজেছো তুমি পরে পুষ্পমালি।
ওগো চঞ্চলময়ী,ওরে ভুবন জয়ী
তরঙ্গিত মনে একাকী নির্জনে
আজ বুঝি তুমি প্রণয় অনুনয়ী।
ওগো হরিণী, মন কাড়িনী
মায়ায় জড়িয়ে, প্রীতি ছড়িয়ে
মন ভোলানো তুমি রুশরমণী।
দেখে তব মুখ মন আজি উন্মুখ
তাই নিজেকে ভুলে, হৃদয় খুলে
বিছায়েছি রক্তিমা গালিছার বুক।
তব চরনে, ধন্য আজি মরনে
প্রণয় উন্মাদে, মরি আহ্লাদে
এই প্রাণঞ্জলি তাই তব বরণে।।