একটু অভিমান, একটু জেদ
একটু রাগ;
ওরে, সবকিছু যেন তার
গড়েছে অনুরাগ।
একটু খেদ, একটু কান্না
একটু কালোমেঘ;
একটু গর্জন, একটু হুংকার
বিজলীসম বেগ।
একটু হাসি, একটু উল্লাস
একটু আলাপন;
মান অভিমান ভুলে তার
হাওয়ায় দুলে মন।
একটু মায়া, একটু টান
একটু প্রীতি;
বদনে মাখানো তার
নেইকো যেন ইতি।
একটু সরল, একটু কোমল
একটু শুভ্রতা,
হৃদয়ে পুষে রেখেছে সে
প্রেমের কবিতা।