শূন্য বীণায় বাজে রে সুর
মন ছুটেছে কোন বহুদূর
ওসব কিছু নয়রে আমার
হাতছানি দেয় কেন আবার
কেন দেখায় রুপের বাহার
তুমি তুমি নয়রে আমার।
তুমি তুমি আর তুমি ওরে
লাবণি ময় ঐ নয়ন জুড়ে
প্রাণে মানে এমনে ভরে
রয়েছো বুঝি দূরে-দূরে
রেখে গো তব রঙিন চরণ
করেছো যেন আমায় বরণ
তবুও আমি হেসেছি তাই
হৃদয়ে রেখে গো তোমায়;
ওরে যদি খুঁজে পাই
আমার প্রাণের বাংলায়।
তব নির্মল ঝলমলে হাসি
ওরে সত্যি অনেক ভালবাসি
নয়কো যেন পাওয়ার তরে;
চাই না আমি কোন কিছু
করতে চাই মোর শির উঁচু
ফিরে আমার আপন ঘরে।