ওরে পূর্ব দিগন্তের রবি,
হৃদয়পটে এ্যাঁকেছি তোমারই ছঁবি:
তোমার উজ্জ্বল আলো,
ঘন আঁধার ঘুচিয়ে দিলো,
আলোকিত হলো ধরনী।
তোমার ঝলমলে হাসি
বসুধায় গেছে ভাসি,
নেইকো নিষ্ঠুরতা কোন সংসয়
সর্বত্রই সবুজ-শ্যামলিমাময়
রূপময় হলো অবনী।
ওরে শক্তিদাতা
তোমার মধ্যাহ্নের তীব্রতা,
দিয়েছে অনিঃশেষ শক্তি,
মরুশাসন হতে মুক্তি,
জগতে এলো স্বাধীনতা।
ওরে শান্তিদাতা,
তোমার বৈকালের স্নি্গ্ধতা,
ছড়ালো প্রশান্তি-
ঘুচিয়ে সব ক্লান্তি;
ধরায় নামিলো চঞ্চলতা।
হয়তো পশ্চিমা আকাশে,
সন্ধ্যা বাতাসে,
তুমি দিগন্তে যাবে ডুবে,
কিন্তু আমার হৃদয়পটে,
তুমি অক্ষয় রবে