আমি পুরুষ, স্রষ্টার কাব্যের শ্রেষ্ঠ রচনা
যে কবিতা চিরদিন ধরে রমনীর বন্দনা
আমি নারীর গদ্যে মহাবীর, ছন্দে মধুর
আমিহীন নারী মনে বেদনায় বাজে নুপুর
তাই ব্যাকুল পরাণের তরে হলাম স্বামী
নারীর আকুল মনে এই আমি এই আমি।
এত ভাব, এত ত্যাগ, এত মোহের মায়া
কিভাবে গড়েছে বুঝি সে কবিতার কায়া
এত তেজী প্রাণ এত আবেগময়ী করে
অবলীলায় দিয়াছে বুঝি কবিতায় ভরে
কবিতার পরতে পরতে মাখিয়েছে অতি
আমি পুরুষ, আর আমার এই অনুভূতি।
এত রূপ এত স্বাদ এত আকুল করা ঘ্রান
এত কিছু দিয়েও যেন অতৃপ্ত কবি প্রাণ
তাই কবি নিজ হাতের পরশ দিলো মাখি
রহস্যের মায়াজাল কবিতায় দিলো রাখি
কবি জানে তার শ্রেষ্ঠ কবিতার যত কথা
আমি পুরুষ, আমার পরানের বিলাসিতা।
কামনা-বাসনা এর চেয়ে আর কি আছে?
তাইতো গদ্য গল্পেরা ঘুরে কবিতার পিছে
কবিতার মূল্য কবি দিয়েছেন আকর্ষনে
গদ্য গল্পেরা ধন্য হয় মিলে কবিতার সনে
ভাবুক কবি লিখেছেন অমর কবিতা খানি
আমি পুরুষ, আর আমার ধৈর্যের গুণবাণী।
কবি জানে কি তার কবিতার অলংকার
ছন্দময় কবিতার কি তার ভাবের বাহার
নারীর মনে আমি পুরুষ আমি অহংকার
গয়না ঘাঁটি পড়ে যারা তুলনা খুঁজে তার
ওসব গদ্য গল্পেরা কি করে জানিবে আর
আমি পুরুষ, আমি যে কবিতা বিধাতার।