অভিমানী প্রিয়া মোর এসো
একটু খানি আমার পাশে বসো
দেখো গগন পানে চেয়ে
হাসছে দেখো কুসুম কলি,
একলা আমায় পেয়ে!
এসো প্রিয়া চন্দ্রিমা রাতিতে
ভাদর জোছনার ঝলকানিতে
ঘুচিবে আঁধার মন যাতনার
হাসিবে মন হরষে আবার;
এসো প্রিয়া মিশি প্রাণে প্রাণে
আজিকার জোছনার স্নানে।
দেখ, কি নিরিবিলি চারপাশে!
জোনাকিরা নাচিছে উল্লাসে
মৃদু হাওয়ার একি শিহরণ!
গায়ে মাখিছে পূর্ণিমার কিরন;
এসো প্রিয়া ফুলের বাসরে
আজিকার শিউলির আসরে
কি উতলা প্রাণের সুবাস!
নিরব হৃদয়ে জাগেরে উল্লাস।।
ওগো প্রিয়া জানো নাকো তুমি
এসবের কিছুই চাইনি আমি
শুধু চাই তোমার মুখের হাসি
খুঁজিগো তোমার আঁধার মুখে-
জোছনার আলোক রশ্মি।