কেউ তো খুঁজে নারে
এই অভাগা মোরে
অনুভবি শূন্যতারে
এই অবনিস্ক শহরে।
এ শহর বড় অভিমানী
নিশ্চুপ রুপময় রমণী
নিজে নিজে কয় কথা
দেখেনি মোর নিরবতা।
আমার মন তারে ডাকে
কত ছলনার বাঁকে
সে কয় নারে কথা
বুঝেনি মোর আকুলতা।
এই শহর একাকী হাসে
সদা আনন্দে ভাসে
যেন নাচে আর গায়
তবুও ডাকেনি আমায়।
আপনার মন যাচে
ছুটে যাই তারি কাছে
সে তো করে নি বরণ
বরং করেগো বারণ।
এই শহর চলে ডানে
গম্ভীর গুণমানে
সে জানে তার রীতি
আমি শুধু ওর অতিথি।