ঐ নীলিমার নীল রঙ কে
বিশ্বাস করি না আর;
এখন নীলে নীলাভ বলে
রঙ বদলাবে না কি তার!
সাদা মেঘের ঐ শুভ্র সাদা
সদা থাকে কি আর!
তাই তো দেখি নভ ভরে
নামে মেঘের আঁধার।
তবু কেন মোর বিশ্বাসেরা,
এই অবিশ্বাসের ঘরে;
রক্তিমা এক সূর্য খুঁজে
আঁধার গগন জুড়ে।
খুঁজে যদি পাই গো তারে
মেঘের আকাশ ফোঁড়ে,
পাইলেই কি সে থাকবে সদা
আমার আকাশ জুড়ে!
তাই মনে জেগেছে আজ
ভয়ঙ্কর এক ভয়;
বহুরুপী আকাশ টা আজ
যেন ধূসর মনে হয়।