বাংলার মাটি আমায় ডাকে,
ওরে বাছা আয় বুকে আয়।
যে মাটি জড়ায় আমাকে,
তাঁর আঁচলের মাতৃমমতায়।
এই অবুঝ আমি বুঝি নাই,
নাড়ীর প্রতি তাঁর কত টান।
ঐ মাটির কাছেই খুঁজে পাই,
আমি মোর শিকড়ের সন্ধান।
তাঁর আকুল করা ঘ্রাণে,
আমার মন ছুটে যায়।
নিষ্পলক চেয়ে তারিপানে,
হেরি অপরূপ স্নিগ্ধতায়।
ক্লান্ত হিয়া শান্তিতে যায় ঘুমে,
তাঁর পরম শীতল ছোঁয়ায়।
সজীবতা আসেগো পুরোদমে,
আমার ক্লান্ত-শান্ত কায়ায়।
আমি শেষ ঘুম ঘুমাতে চাই,
আমার অতৃপ্ত আঁখি যুগলে।
খুঁজি তাই, একটু খানি ঠাঁই,
আমার বাংলা মাটির কোলে।