কথা ছিল তুমি আসবে ফাগুনে,
পুড়িবে মন কৃষ্ণচূড়ার আগুনে।
তুমি এসে বলবে কথা সুহাসে
ফুলের গন্ধ ভাসবে শুধু বাতাসে।
কথা ছিল ফুটাবে ফুল প্রভাতে
প্রজাপতি মাখিবে হুল মধুতে।
দলে দলে পরশ দিবে যাচিয়ে
গুনগুনিয়ে রঙিন পাখনা নাচিয়ে।
কথা ছিল দক্ষিণ দুয়ার খুলিয়া
আসবে তুমি শাড়ির আঁচল দুলিয়া
নগ্ন মনে তুলে প্রণয় কলরব
সাজাবে তুই আমার সকল অনুভব।
কথা ছিল বাসর হবে বসন্তে
বাসন্তীরা হেথায় দুলবে হাসিতে
তোমা হতে পুষ্পমালা কাড়িয়ে
নিব আমি হাতটি শুধু বাড়িয়ে।
কথা ছিল জীবন হবে গল্পময়
কেটে যাবে আমার সকল দুঃসময়
বয়ে যাবে কোকিলের সুর পরানে
থাকিবে মন এই ফাগুন বাঁধনে।
কথা রাখা হয়নি তোমার ফাগুনে
আমি কাব্য রচিনি তাই এইমনে
কানে বাজে নাকো কোনো কলতান
মনে জেগে আছে শুধু অভিমান।
কে ভাঙাবে মোর অভিমান এক্ষণে!
খুঁজি প্রণয় প্রাণের বাঁধন নির্জনে,
মনের কাঁপন হোক আজি অবসান
জ্বালিয়ে দাও হিমা মনে ফাগুনবাণ।