ভুল করে একটা সময়, মানুষ করে ভুল;
এই ভুল নয়রে ভুল, বিবেকে ফুটায় ফুল;
মানুষ যখন ইচ্ছাকৃত করে যায় ভুল,
এই ভুল মানুষ কে বানায়, শুধু যে ফাউল।
দুই সন্ততির মা যখন, বাচ্চা রেখে ঘরে,
উধাও হয়ে যায় রে সে, অন্যের হাত ধরে;
এটা কোন ভুল নয় বুঝি, আবেগ বলে কথা,
সাবেক পতি খুঁজছে তাকে, খুঁজছে যথাতথা.
শিক্ষিকা যখন ছেলেরসম, ছাত্রকে করে পতি
মৃত্যুই তখন তাঁর জীবনের, শেষ পরিনতি,
কিসের জীবন কিসের সংসার, শুধু যেন মায়া
প্রেমের টানে কত জনই হইলোরে বেহায়া।
অল্পবয়সী তরুণী কত, টাকা কড়ির তরে
হরহামেশায় যাচ্ছে আজ, বুড়ো দাদুর ঘরে
কিসের স্বামী, কিসের পতি! ভাইরালেই চলে,
সুখে আছে মোসতাক ভাই, লোকে আজ বলে।
ওসব নাকি নষ্টামি সব, আজ বিজ্ঞজনে কয়
কুরুচিতে হচ্ছে বুঝি, এই সমাজের অবক্ষয়;
মন্দটাকে বর্জন করে, সদা ভালটা গ্রহন করি,
নীতি-নৈতিকতা দিয়ে একটি সুন্দর সমাজ গড়ি।