আবারো তারে ভালবাসতে ইচ্ছে করে
প্রকৃতির হৃদয় ছিঁড়ে একেবারে গভীরে  
বুনে দিতে অনিঃশেষ অনুভূতি গুলি।
তাই সবুজ মায়াবী তৃণ দিচ্ছে উঁকি মনে।
ব্যকুল পরানের দেখি কত কি বাহানা!
গোলাপের মতো ফুটতে নাকি তারও
অনেক ইচ্ছে করে।

অনুভূতি গুলি যদি যায় পাপড়ির মত খুলে
হয়তো কোন প্রণয়িণী বুকে নিবে তুলে
যখন পাপড়ি শুকিয়ে যাবে তখন কি হবে!
কেহ কি জল দিয়ে বিজিয়ে রাখবে!
তার মনে আমার রূপ গন্ধের প্রনয় পরান।
নাকি ছুঁড়ে ফেলে দিবে জানালা দিয়ে
ঠিক রাস্তার উপরে এক ধূলির জগতে!
যে রাস্তা দিয়ে হয়তো সে হেঁটে যাবে আবার
কোমল চরণে নব প্রণয় বাঁধনে।

তার কোমল চরণের আঁচড় পরবে কি!
আমার নিস্তেজ ভালবাসায়।
আর যদি বেখেয়ালি হয়ে চলে যায়
তার নিষ্ঠুর চরণের কোমল পরশের তরে
হয়তো এক অধীর আগ্রহ জন্মিবে মনে,
কিন্তু যে যায় সে কি ফিরে আসে!
তবু আমার ভালবাসতে ইচ্ছে করে
এক উন্মাদ মনের এক উন্মাদ প্রেমিক আমি।