তব কংক্রিটের অবয়বে, মায়ায় জড়ানো সবে,
কেড়ে সকলের মন, হৃদয়ে পাতিলে আসন;
তব সিলিকার ঝিলিমিলি, হাসে সদা নিরিবিলি,
ওগো খেয়ালি, ওগো গুরোয়ালি-
আমি তোমারি মায়ার পূজারি ।
তব হৃদয় পেতে পথিক তুলিলে এতে,
যে পথিক কাঁদিত যাতনায়- আজ উল্লাসে হেঁটে যায়,
বাঘবেড় হতে চারিয়ায়, নিজ নিজ ঠিকানায়,
ওগো ত্যাগি, ওগো অনুরাগি-
আমি তোমরি দির্ঘায়ু কামনা করি।
তব দু-পাশের দু-টুলে, ভাসানীরা বসে গল্প বলে
প্রভাত আড্ডায় সোনার রবি ওঠে যায়,
সাঝের বেলায় সিঁধুর পড়ে গায,
ওগো রুপালি তব মিতালি-
আমি তোমারি রুপের পূজারি।
তব সঙ্গতা কেটেছে ভয়াল নির্জনতা,
গড়েছে বসতি দু-পাশে, আলোক জ্বেলে চারপাশে।
পাশে দুলালের ঘর জানি তব নির্ভর,
ওগো সখি, ওগো সূর্যমুখী
আমি তোমারি সঙ্গতা কামনা করি।
তব ঈশারায় দূর নক্ষত্র ফিরে চায
আঁধারিয়া ঘুচে যায় তব ফরসায়
ওগো ধ্রুব গুরোয়ালের শুভ, কণ্ঠে যে মোর ধরে-
কালভার্ট বলে তোমায় ডাকি কি করে!