কোন অপরুপ অনন্যা সে
মোর ঘরেতে এসে
খুঁজে নিয়েছে মোরে
প্রণয়িণী বেশে;
ওরে তার মনে ধরেছে কি
এই আমারে!
রহস্যে মায়াময়ী সে
আমি বুঝিনি তারে,
ঘরনির আনাগোনা দেখি
মোর দুয়ারে।
ওরে ওই ঘরনি তুই
কি চাস বল,
এই সমুদ্রসম বুকে দেখ
কত প্রীতির টলমল;
আকাশ পানে চেয়ে দেখ
খুলেছি দুয়ার,
বাতাস জুড়ে খুঁজে দেখ
প্রীতি ছড়ানো আমার;
সঁপেছি তোরে আমি
এই হৃদয় মাজার!
যেথে পারবে না তুই আর
দিগন্তে মিশে,
দিগন্তের ঐ লাল রঙ দে
পায়েতে পিষে।