দেখি গারো পাহাড়ের গারো বালিকারে,
আঁকা বাঁকা তরঙ্গ তার তনুজুরে;
সে ডাকে না আমারে, ডাকে কাহারে!
আমি যেন ছুটে যাই তার উতলা ধারে।
সে নাচে আর গায় ছুটে বাহানায়
অবুঝ মন মজে যায় তারি ছলনায়।
ভ্রুতে পরেছে সে কাজল মেঘের রেখা
বকঝরা বিলের ধারে মিলে তারি দেখা।
পাহারের রানি সে ঐ পাহাড় হতে এসে
বকঝরা বিলের সাথে যেন গিয়েছে মিশে
তার মন সাজিতে চায় সাদা কাশফুলে
সাদা পালক বকেরা হাসে তার মনকূলে;
তার অশান্ত মন আজ ছুটে কারি পানে
তাই তারে ডাকি আমি রাখালির গানে,
ছুটেছে সে তারি মতো যেন উদাসিনী
একটু খানি থেমে যা ঐ পাহাড়ের রানী।
তার রূপালি গায়েতে হাসে ভাদর জোছনা;
ঝিলিমিলি তারারা চায় বাসরের বাসনা
তার রুপেতে জেগে ওঠে এই মনেতে আশা
সে কি বুঝবে ওরে এই মান্দি মনের ভাষা!