এখন হিমায় কাঁপিছে মন;
কবে হবে তার আগমন!
মন করিবে ফাগুন বরণ!
ফুটিবে ফুল রঙিন বেশে
হাসিবে মন তার আবেশে।
ছড়াবে ঘ্রাণ ঐ বাতাসে।
গাহিবে গান জুরাবে প্রাণ
মনে ভাবের হবে উত্থান
কবে শুরু কোকিলের তান!
মাঘের শেষে ফাগুন এলে
প্রজাপতি তার পাখনা মেলে
ফুলের মধু নিবে তুলে।
আর কতক্ষণ থাকব বসে!
দখিন দুয়ার খুলে শেষে
আসবে ফাগুন আমার দেশে।