আমি বারে বার পেতেছি হাত, তোমারি দুয়ারে
তুমি ফিরিয়ে দিয়েছো অবহেলায় মোরে,
দহিতেছি তাই সদা বেদনা-বিরহে।।
আমি পেতেছি আঁখি, তোমারি জোছনা তরে
তুমি ফিরিয়ে দিয়েছো আষাঢ় রাত্রি ঝড়ে,
হাঁটিতেছি তাই বন্ধুর পথ গহীন আঁধারে।।
আমি বারে বার সঁপেছি, আপনার মন
তুমি ফিরিয়ে দিয়েছো না করে গ্রহন,
দিতেছি তাই সদা আপনারে বলি-বিসর্জন।।
আমি সাজিয়েছি স্বপ্ন বাসর, তোমারি তরে
তুমি ভেঙে দিয়েছো সেসব, নাবুঝে মোরে,
কাঁদিতেছি তাই সদা অঝোরে নির্ঝরে।।
আমি বারে বার চেয়েছি তোমারি পরশ
তুমি ফিরিয়ে দিয়েছো না করে পরশ
ধিক্কারেতেছি নিজেকে তাই ভাবিয়া নীরস।।
আমি এ্যাঁকেছি প্রীতির ছঁবি, তোমারি হৃদয় পটে
তুমি দেখোনি কিছুই ওসব অবজ্ঞাছুটে,
করিতেছি তাই দিনাতিপাত গভীর সংকটে।।
আমি বারে বার চেয়েছি, তোমারি প্রাণের বাঁধন
তুমি ফিরিয়ে দিয়েছো হৃদয় করিয়া ছেদন,
করিতেছি তাই নিসঙ্গ যাতনা  আস্বাদন।।
আমি বারে বার চেয়েছি ঠাঁই, তোমারি হৃদকুটিরে
তুমি পর করে খেদিয়ে দিয়েছো মোরে,
বুঝাতে পারছিনা আর মোর বেহায়া মনরে।।
আমি বারে বার নত করেছি শির, তোমারি চরনে
তবুও পাইনি ঠাঁই, তোমারি উদার মনে,
খুঁজেতেছি ঠাঁই আজ আপনার মরণে।।