মৃত্যুই আমার কেড়ে নিবে সব
তাই তারেই করি ভয়,
সব শক্তিধর প্রাণীরই হয়েছে
মৃত্যুর কাছে পরাজয়।
জানি জীবনাস্তে আমার
অস্ত যাবে সব,
পৃথিবীর কোলাহলে থেমে যাবে
আমার কলরব।
নিশীথের আঁধারে ডুবে যাবে
এই রুপময় দেহ,
জগত আলোকের চোখে আমায়
দেখিবে না কেহ।
নিত্য ব্যস্ততা মোর  ঘুচে যাবে
অতৃপ্ত ঘুমের ছলে,
সুন্দর এই জগত সংসারের মায়া
আমায় যাবে ভুলে।

কি খেলাই খেলেছো হে প্রভু
বানিয়ে আমায়,
আমি তো বুঝিনি কিছুই তোমার
এই সৃষ্টি লীলায়।
কোথা হতে এলাম আমি
এই মৃত্তিকালয়ে,
কোথায় আবার যাবো চলে
সব কিছু ক্ষয়ে।
হে মহান ওহে রহমান তুমি সহায়
আমার সর্বহালে,
সুখে-শান্তিতে রাখিয়ো আমায়
আমার পরকালে।

...........আশরাফুল আলম