আজ চৌঠা জুলাই,
সিঁদুরের রক্তে রঙিন পর্ব দিগন্ত;
যেন নিষ্প্রভ গোলাপেরাও,
আজি তারি প্রাণে প্রাণবন্ত।
মন বলেছে তারি সনে,
আজি মোর হয়েছে গো প্রণয়;
জানি না তার মনেতে,
কোন হাসিতে এ রঙিনের উদয়।
তারি পানে চেয়ে তাই,
মোর আকুতি মনে মনে;
রঙিন আভায় মাখিয়ে দিতে
মোর নিত্য সত্য এই বিশ্বভুবনে।
আজি রঙ লেগেছে
ঘাসের ডগায় শিশির কণায়;
আজি প্রভাত হাওয়ায়
ওরে মন বলেছে তাঁর ছোঁয়া পাই।
আজি প্রভাত পাখির ডাকে
জাগিছে মোর শান্ত কোমল মন;
ওরে আজি যেন লেগেছে প্রাণে
শিউলি ফুলের উতলা শিহরন।
ওরে তাই এই দিবসে
মন হরষে গাই যে তারি গান
এই দিবসেই সঁপেছি তাঁরে
ওরে আমার প্রণয় মাখা প্রাণ।