উন্মাদ মন আমার উন্মুক্ত এই দেহে
যেন কারারুদ্ধ,
খুঁজে তাই মুক্তি বদ্ধ দোয়ারের ঘরে
হয়ে আবদ্ধ।
নীলিমা ঢেকেছে আজ চেতনার শির
মেঘের আঁধারে,
দিগন্ত যেন ঘিরিয়াছে তারে অচেনা
সীমান্ত প্রাচীরে।
খোলা মাঠে মুক্ত হাওয়ায় যেন আজ
বয়রে দীর্ঘশ্বাস,
মনের জানালা রুদ্ধ করিয়া দেহে বয়
বাঁচার নিশ্বাস।
দিগন্ত দোয়ারের ওপারে দেখো মন
থেকে নিশ্চুপ,
আজ সবই উন্মুক্ত করিয়া দিলাম তব
কিসে এত ক্ষোভ!
হাসতে চাইলে হাসতে পারিসরে মন
কাঁদিস কেন তবে!
ধরনীর বুকে এমন স্বাধীনতা বলো
কে পেয়েছে কবে!
দিয়ে দিলাম মুক্তি তোমায়, তব হিসসা
নাও হে বুঝে,
কেন মুক্ত কথার যুক্ত ব্যথা বাঁধাস
রোজ রোজে।।
উচিৎ কথা বলিস না মন করিস না
আর পাপ,
তাই বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে থাকরে মন
সদা নিষ্পাপ।