পুড়া মন আমার পুড়ে হলো ছাই
তাতে কার কি আসে যায়!
জ্বলছে আগুন জ্বলছে মনে
কেহ ঢালেনি জল তাহা নির্বাপণে,
চোখের জল করিয়া অর্পণ
থামাতে পারিনি আমি মনের দহন;
তাই আজও পুড়ছে এই মন
ওরে পুড়ছে সারাক্ষণ।

জানিনা কখন চাহিয়া তারি পানে
বিঁধায়েছি প্রাণ কোন বিষবাণে!
বদনে তার জোছনা মাখিয়ে
রজনীর চাঁদ যায় রে হারিয়ে!
জোনাক বাতি জ্বালিয়ে ঝোপঝাড়ে
তাহার কেশের গভীর অন্ধকারে
ফুটে লুটিয়ে পড়েছে শিউলি মালা
রজনীগন্ধার বাড়িয়ে মনজ্বালা ।

আমি তো পুড়ছি প্রণয় অনলে
নিবে কি তাহা  দিঘির জলে!
তারি আছে জল সায়র সমান
যে জলে শীতল হয় উত্তপ্ত প্রাণ
তার বুকে কি পড়েছে আছর!
গভীর যমুনার নির্দয় চর
যেন হারিয়েছে তার যৌবনা জল
নিবাতে আসেনি তাই মনের অনল।