আমায় তুমি ডাকবে যেদিন
আসবো না আর ফিরে;
সেদিন তুমি খুঁজবে আমায়
আঁধারিয়ার ভিড়ে।

ঝরবে সেদিন অশ্রু তোমার
কাঁদবে হৃদয় খানি,
সেদিন তুমি বুঝবে আমায়
ওগো অভিমানী।

সেদিন হয়তো যেচে যেচে
বলবে মনের কথা,
ঐদিন  আর ভাঙবে নারে
আমার নিরবতা।

হয়তো তুৃমি ভুলতে চাইবে
পারবে নাকো ভুলতে
একা একা চলতে যাইবে
পারবে নাকো চলতে।

সেদিন তুমি ডাকবে আমায়
হাতটি ধরো এসে
ঐদিন আর আসবো নাকো
আজিকার বেশে।