কৃষকের বোনা স্বপ্নগুলি আজ
বানের জলে নাশ,
সবুজের কোলাহল নাইরে মাঠে
বয়রে দীর্ঘ শ্বাস।
খোয়ে গেল সবুজের আঁচল
শূন্যতা তাই মাঠে,
আশ্বিনা পানি কেড়ে নিলো সব
দুখ যে ললাটে।
ফসল তুলে ভেবেছিলো কৃষান
দিবে তনয়ার বিয়ে,
পাহাড়ী ঢল দুখিনীর ভাগে এলো
অভিশাপ নিয়ে।
ফসল বেচেই আনতো কৃষান
কৃষানির শাড়ী।
সর্বনাশা বানে ভেসে গেলো
স্বপ্নগুলি তারি।
ফসল পেলেই জুটত তাদের
ছোট্ট বাবুর শার্ট,
বানের শেষে রইলো পরে শুধু
শূন্য বিশাল মাঠ।
বাওয়ার এই ফসলেই হতো
ঘরে ঘরে কলরব,
আশ্বিনা পানি থামিয়ে দিলো
নবান্নের উৎসব।