শাড়ির আঁচলটা পুড়ে গেছে
উত্তপ্ত দেহটা জ্বলছে
কিন্ত মনে আগুন লাগেনি
মন তো বৃষ্টিতে ভিজিতেছে
আষাঢ়ের বৃষ্টি গর্জে গর্জে
বিজলি উল্লাসে দিশেহারা-
মনে ফুটায় কদম ফুল।
হাওয়ায় উড়ছে কত ছিন্ন ভস্ম
স্ফুলিঙ্গ ছড়াচ্ছে দাবানল
পুড়ে আঙ্গার সুঠাম অবয়ব
বিভৎস ক্ষত-বিক্ষত চিহ্নে,
পরিশুদ্ধ মনের তবু বাহাদুরি !
গঙ্গাস্নানে মুছিবে সমস্ত পাপ
মনে তাই ঐ জলের ছড়াছড়ি!
মানবশূন্য পরিত্যক্ত গৃহে
হয় কি কোনো আয়োজন!
ভূত-প্রেতের বৈঠকে ওঠে
শুধু রহস্যময়তার গল্প।
ঘরহারা ভ্রান্ত মানবের মতো
বেখেয়ালি মন বড়ই ছন্নছাড়া
এই দেহ এক শূন্য মানবঘর।