বন্ধুত্বের বাঁধন কোন স্বার্থের সুঁতে নয়,
বিপদে আপদে বন্ধুরাই ছায়া হয়ে রয়।
বন্ধুত্বে নাহি বিচ্ছেদ সদা থাকে প্রাণে,
হাসি কান্না মাখিয়ে দেয় স্মৃতির স্মরণে।
কে কখন হয়েছে আপন বন্ধুর মতন!
ওরে বন্ধুর সাথেই জমে প্রাণের আলাপন।
গোধূলি লগনে যখন সন্ধা আসে মনে,
সন্ধ্যা তারার মতন একাকিত্ব আসে মনে;
আঁধারে ঢেকে যায় যখন ধরণীর আলো,
চাঁদের জোছনা ছড়াতে বন্ধু ছুটে এলো;
আমার বন্ধু, হৃদয় তার বিশাল আসমান
চাঁদ বুকের জোছনা দিয়ে আঁধার করে ম্লান।
জীবনের কত উপমায় বন্ধুকে খুঁজে পাই
যা করেছিলো বারণ তা সমাপন করি নাই।
বন্ধুর হাসিতে হেসেছি কাব্যের উড়ন্ত ধোঁয়ায়
যাহা আজও আমি ছাড়িতে পারি নাই।
আজও যখন হারিয়ে যাই বিষণ্ণ কোন ধ্যানে
একা একাই বলি কথা চিরচেনা বন্ধুর সনে।
তোমার হাসি দেখি আমার বন্ধুর মতন
তোমার কথা শুনতে আমার বন্ধুর মতন
এভাবে প্রত্যহ শুনি বন্ধুত্বের জয়ধ্বনি
অন্যের মাঝে বুনে দেই বন্ধুর হৃদয়খানি।
বন্ধুতের ভিত পর্বতের মত করিয়া সাধন
অক্ষয় হয়ে থাকুক ধরায় বন্ধুত্বের বাঁধন।