এখন আর নয়রে মোর একলা ভাল থাকা,
এই দেহে সদায় আরেক টি প্রাণ রাখা।
এক জনে শান্তি বুঝি এই জনেতে পায়,
সুখের দেখা চায়রে বন্ধু, সুখের দেখা চায়।
সেই জনেই রেখেছে মন এই জনেতে এসে,
বিলিয়ে মিলিয়েছে তাই আমায় ভালবেসে।
তার তরেতেই এই পরাণে বাজে বীণার সুর,
উতলা মন নৃত্য তুলে সদা বাজিয়ে নুপুর।
আঁধার মিলানো সে এই ভাদর রাতের চাঁদ,
তার কিরণেই হাসছে মোর জীবন প্রভাত।
তার হাসিতে এই প্রভাতে পুষ্প কলি ফোটে,
তার প্রণামেই মোর প্রভাতে রঙিন সূর্য ওঠে।
তার তুলিতেই স্বপ্নগুলি নতুন পটে আঁকা,
দুঃখ-সুখে আমার শুধু তার পাশেতে থাকা।
তাই তো আমি ভাবি না, এই আমাকে নিয়ে,
ভাবনা গুলি মিলিয়ে যাক ওর মনেতে গিয়ে।