ধীরা,
-একটি ফুলের নাম
যে ফুল একবার ফুটে
হাসে অকপটে
লাল লাল ঠোঁটে
সারা জীবন ভরে
মনের গভীরে।
সাদা পাপড়ি মেলিয়ে
সুবাস ছড়িয়ে
ধ্রুব হয়ে রয় মনে
সে ফুল ফুটে না বনে
যে ফুল ফুটে মানব মনে।
সে নয়রে ক্ষনস্থায়ী
রাতে ফুটে সকালে ওঠে
হয় না ধরাশায়ী।
সে একাকী উল্লাসে
ভোরের হাওয়ায় ভাসে
সে যে সূর্য বিলাসীনি।
তার পবিত্র হৃদয় খানি
দেয় রে হাতছানি
ভালবাসায় দেয় ভরে
রাত দিন দুপুুরে
হৃদয়ে হৃদয় ভরে।
মালায় গাঁথিয়া সে ফুল
এই পরান হলো আকুল
তাই তারি ঘ্রাণে পরান ভরি
বাসন্তী ধীরার বন্দনা করি।