বাংলার মাটিতে গড়া আমার এই দেহ খানি
ধূলিকণারা এদেহে অ্যান্টিবডি দেয় গো আনি
এ মাটিতে জন্মে হলাম, আমি বাংলার ছেলে
বাংলা মা'কে দেখি সদা, এ অতৃপ্ত নয়ন মেলে।
এমন শান্তির পরশ আর কোথাও কি আছে?
যে স্নিগ্ধ পরশে সদা এই ক্লান্ত পরাণ বাঁচে।
এমন মায়ায় জড়ানো মায়া আর কোথাও নাই
এই মাটির বুকে আমি অমৃত সুধা খুঁজে পাই;
তাই মাটিতে মিশে মাটির তরে লিখে যাই গান
আমি বাঙালি বলে সদা গর্বিত মোর প্রাণ।
এই মাটির দাম যে কত জানবে নাকো তুমি?
এই মাটি মোদের তিরিশ লক্ষ বীরের জন্মভূমি
এই মাটির বুকে ঘুমিয়ে আছে তেজস্বী কত প্রাণ
যাদের চেতনায় জ্বলছে প্রদীপ শিখা অনির্বাণ।
বঙ্গবন্ধু, সৈয়দনজরুল, তাজউদ্দীন, কামারুজ্জামান
যাঁদের তরে বাংলাদেশ আজ, এই মাটিরই নাম।
জানো তুমি কতো উর্বর মোদের বাংলার মাটি?
এই মাটি নজরুল, সুকান্ত, জীবনানন্দদের ঘাঁটি
জগদীশ চন্দ্র বসু, জামালনজরুলের মতো বিজ্ঞানী
শাশ্বত এই মাটির মান সদা দিয়েছে গো আনি।
আমি বাঙালি, তুমিও বাঙালি, বাংলা মোদের প্রাণ
এসো ভাই,সমস্বরে গাই বাংলার মাটির জয়গান।