নামটি তার কে রাখিলো নাইরে মোর জানা
আদিল নামের ঐ ছেলেটি মহৎ ষোল আনা
মুখে তার হাসির ঝলক জোছনালোকের মতো
তুষারমাখা বদনখানি যেন শুভ্র সুখে নতো
হৃদয়ে সে রেখেছে ঢেকে অসীম প্রীতির প্রাণ
বীরবাহুর ঐ মায়াবী কায়া চেতনায় অনির্বাণ
কোথায় যেন পেয়েছে কুঁড়ে শঙ্কচিলের আঁখি
তীক্ষ্ণতায় দেখে সে সব রাখেনা কিছু বাকী।
চঞ্চলতা কারে বলে নাইরে আমার জানা
আদিল নামের ঐ ছেলেটি একটু আনমনা
চিন্তা শক্তি অনেক ভালো, যুক্তিতে যে ভরা
এমন ছেলেই গড়তে পারে আনন্দময় ধরা
গল্প গাঁথে কথার মালায় হৃদয়ে ছবি আঁকে
সবাই কে সে আপন করে তার হৃদয়ে রাখে
আমার নিকট সে হলো ভাদর রাতের চাঁদ
ঐ ছেলেটির জন্য আমি চাইগো আশীর্বাদ।
তার ছোঁয়াতে আজ বুঝি সকল প্রভাত হাসে!
আঁধারিয়ারা আজ যেন উল্লাসেতে ভাসে!
জানিনা, ফুলকলিরা কেন জালালাবাদে আসে
হয়তো ওরা সবাই আদিল কে ভীষণ ভালবাসে।