মোর আঁধার ঘরে এসো প্রিয়া,
হেরিগো তোমার মুখ;
একটু খানি ইশারা দিয়ো
বিলিয়ে দিবো সুখ।
হাতটি তোমার বাড়িয়ে দিয়ো,
পড়িয়ে দিবো বালা;
গলাটি তোমার রাখিয়ো খালি,
জড়িয়ে দিবো মালা।
খোঁপাটি তুমি বেঁধেই এসো,
বিঁধে দিবো ফুল;
কর্ণদ্বয় রাখিয়ো খালি,
পড়িয়ে দিবো দুল ।
নপুরগুলি বাজিয়ে দিয়ো,
শোনাবো তোমায় গান;
মনটি তোমার বাড়িয়ে দিয়ো,
সঁপে দিবো প্রাণ।
সিঁথিটা তুমি পড়েই এসো,
আমি দিবো দিবো ছিঁরে;
অভিমানি মুখটি তোমার,
দেখবো ফিরে ফিরে।
ঘোমটা তুমি টানবে যখন,
করবো না আর মানা;
তোর হৃদয়ের সবখানেতেই,
আমার আনাগোনা।
ঘোমটা খুলে চোখ টি মেলে,
দেখবে যেই আমায়;
আমি তখন হারিয়ে যাবো,
তোমার জোছনায়।