কুয়াশার কনারা মিশে গেছে কৃষকের মোহিনী হাসির পরতে,
প্রকৃতির ঘুম ভাঙ্গে ভোরের শুভ্র চাদর ঠেলে সূর্যের নিয়ন আলোর ছোঁয়ায়।
শ্বাশত গ্রাম বাংলায় চিরায়ত শীতের আহবান,
এসেছে চেনা সে অগ্রহায়ণ।
আধপেটা কৃষকের স্থির দৃষ্টি দুঃখ আনে,
দখল হওয়া ক্ষেতে বিশাল শিল্প অট্টালিকার পানে।
এখন তার ক্ষেতে ফসল ফলেনা, ফলে সুতো, কাপড় আর নানান রঙের পোশাক।
বর্ষায় মাছধরা সে খালের পানি আজ ভিন্ন রঙের।
এখন সেখানে আর কোন প্রাণী বাঁচেনা,
এসিড যুক্ত বর্জ্যে বিরান দিগন্ত জোরা ফসলের মাঠ।
অতীত হারা আমরা পূর্ব পুরুষ ভুলে ঐতিহ্য ছেড়েছি,
বদলেছি পোশাক, প্রতিনিয়ত হচ্ছি আধুনিক, ছুটছি আরও বেগে।
গন্তব্য আর কতদূর?