পাহাড়ের কোন প্রতিলিপি আছে কিনা
জানতে পারেনি প্রজন্ম পিপাসা
ঝর্নার প্যারোডি লিখতে বসে মনে পড়ল
পানির ধর্মে রয়েছে প্রাগৈতিহাসিক প্রশ্ন ।
খালার গায়ে মাসির চাদর জড়িয়ে গেছে
আমি শুধু ইরেজার দিয়ে মুছে দিয়েছিলাম
ঠিক তখনই কিছুক্ষণ আকাশ বিবর্ণ হয়েছিল
বুঝলাম এ উদার আকাশ সঙ্গমে জাত নয় ।
এমতো চেতনা আমার অসম্পূর্ণ অনুবাদ
অনুসন্ধানের বজ্রনিনাদ একটা দীর্ঘ সফর
লঘু কাফেলা পাড়ি দিয়েছে দীর্ঘ মরুপথ
প্রসূতীর লজ্জায় তখনও বায়বীয় পান্ডুলিপি ।
জ্যোৎস্নার গল্পে লেখা শুভ্র স্বপ্ন 'তালাশনামা'
হালে কেউ এতো সুন্দর স্বপ্ন প্রসব করেনি
যেখানে সময় ডানদিকে হেঁটে গেছে— পাহাড়ের প্রতিলিপি, ঝর্নার প্যারোডি, আমার 'তালাশনামা' ।
২২০৫২০২১
কুলগাছি ।