লজ্জার মূর্তিগুলো মুখ ঢেকেছে লজ্জায়
এটা যার অলংকার নয়, তিনি বয়ে বেড়ান
ইউরোপ বাড়ির আঙিনায়; পাড়ার বৈঠকে
না না, আমি প্রযুক্তি-বিজ্ঞানের কথা বলিনি।

পরনারীর শিৎকারে সভ্যতা লেগে থাকে
একটা পদাতিক নগরীর নাগর আমার প্রিয়
আছে জন্মাবধির নেশা কিংবা এক উলংগ স্বপ্ন
কত ক্যাসিনো ডিঙিয়ে আধুনিক হতে যাচ্ছে
দেশ অথচ কৃতজ্ঞতার লক্ষণ মাত্র নেই?

রাষ্ট্রীয় দায়িত্বশীল স্তন্যপায়ী দারিদ্র্যের মনে
যখন অনর্থক পাহাড় নামে শ্রম অবসরে;
রাত্রের খেলায় আমোদশূন্য কসরতই থাকে
অন্ধকারে একটা পরাজয়ের গন্ধ বেরোয়
পৌরুষ নিদ্রামগ্ন হলে নারীত্ব অপমানিত হয়।

যুগের কি মহিমা! নারীর গহনা পুরুষের গায়
বয়সের ভারে নতজানু আদর্শের কল্পদেহ
রাষ্ট্রনীতি আর রাষ্ট্রনায়কদের সহবাসে জন্ম
হচ্ছে লজ্জা বিবর্জিত উন্মুক্ত অন্ধকার।

২৩-০৯-২০১৯