শতাব্দীর শুরুতে,
নানা মুনির কথা পেড়ে নির্বাক করেছি
পৌরাণিক প্রশ্নের জটিলতায় ফেলেছি বহুবার
দুরন্ত সময়ের এক ঝাঁক সহবাসীর আড্ডায়।

ইউরোপীয় নারীকে ঘোমটায় সাজিয়ে  
উষ্ণ করেছি ছাত্রাবাসের অগনিত অন্ধকার রাত ।
বিধির বন্টনে সব পুরুষের ঘরে আসে ব‌উ
জৈবনিক সত্ত্বায় আগুনের ছায়া পড়ে
স‌ওয়া শতাব্দীর মাঝামাঝি স্বপ্নালু মন বদলায় ।
পশ্চিমাঢ্য রমনীর বুকে ফিকে প্রেম নিয়ে
ভাববাদী দর্শনে গা ভাসায় সেই দুরন্ত পুরুষ।

স্মৃতির আফসোসে ভেজে আস্ত রাত গোটা দিন
অলীক চেতনা হিসাব দেয়— সে কতটা পরাধীন
বৃথা গঞ্জনা ভরাট বুকে কীভাবে কাটবে শেষ অবধি
দরবেশের বেশে কাটাতে এখনও অর্ধ শতাব্দী।