সংকল্প ছিল নারীত্বের বাইরে যাবো না
স্বপ্নটা ছিল আমার পরিপূর্ণ নারী হ‌ওয়ার
এভাবে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী হবো আমি।

ইচ্ছে ছিল বুক ভেঙে হলেও একটা পুরুষ সৃজন করব
নিয়তি আমার ভাগে যে পুরুষটি রেখেছে
তাকে গড়ার মতো শিল্প আমার আয়ত্বে নেই
এভাবেই আমার স্বপ্নগুলো সমাধিস্থ হয়ে গেছে।

তারপর হঠাৎ একদিন ওড়ার সাধ হলো
কিন্তু জখম ডানা নিয়ে সাধ্য হয়নি
সংসারের স্রোতে ক্রমশই তলিয়ে যাচ্ছি
খাঁচার শিকগুলো ভঙ্গুর; আমার সাহস ছিল না।

ঠিক এই সময় উদ্ভ্রান্ত অসহায় পুরুষ দৃশ্যমান
তার অযত্নের প্রভাব আভিজাত্যে আঘাত করেছে
মৃত স্বপ্নের ফটকে কেউ যেন করাঘাত করছে
তার দেহময় আমার পুরুষ সৃজনের স্বপ্ন ।

খাঁচার শিক ধরে দেখি অসহায় অচিন পাখি
সাধ-সাধ্যের প্রাচুর্যেও আমি বড়ো নিঃস্ব
আমি শুধু চেয়েছিলাম সৃজনের অধিকার।

০৩-১২-২০১৯